ওয়েব ডেস্ক : কথাতেই আছে, “পহেলে দর্শণধারী, পিছে গুণবিচারী।” যে কোনও সুন্দরী প্রতিযোগিতাতেই এর অন্যথা হয় না। পাঁচের-ছয়ের দশকের সুন্দরী প্রতিযোগিতাতেও এর অন্যথা হয়নি। কিন্তু, সৌন্দর্যের সেই গুণবিচারের কিছু অদ্ভুত মাপকাঠি ছিল সেইসময়। কীরকম?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৫৯ সালের একটি চার্টে উল্লেখ রয়েছে মিস ইউনিভার্স হওয়ার মাপকাঠি। যা এককথায় যথেষ্ট অপমানজনক। কেমন সেই মাপকাঠি?


১) কাঁধ বেশি চওড়া কিনা। ২) কাঁধ বেশি ঢালু কিনা। ৩) নিতম্ব বেশি চওড়া কিনা। ৪) পিঠ বেশি চওড়া কিনা। ৫) পা কত লম্বা, আবেদন কেমন। ৬) বিভাজিকার আবেদন। ৭) মুখমণ্ডলের সৌন্দর্য।