Army Recruitment 2022: ১৮০ শূন্যপদ সেনাবাহিনীতে, আবেদন করার শেষ তারিখ বুধবার
সব আবেদনকারীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বুধবার দুপুর ৩টের মধ্যে শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। ১৮০-র বেশি শূন্যপদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। যদিও তাদেরকে তারাতারি আবেদন করতে হবে কারণ রি শূন্যপদে আবেদন করার শেষ দিন বুধবার।
অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মৃত কর্মীদের স্ত্রীদেরকে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এ পাওয়া যাবে।
২০২২ সালের অক্টবর মাসে শুরু হবে কোর্স। তামিলনাড়ুর ছেন্নাইয়ে অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে হবে এই কোর্স। SSC (Tech) পদে শূন্যপদ ১৭৫টি। SSW (Tech) পদে শূন্যপদ ১৪ এবং মৃত কর্মীদের স্ত্রীর ক্ষেত্রে শূন্যপদ ২টি।
আবেদনকারী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে থাকতে হবে। অন্যথায় আবেদন করতে পারবেন না প্রার্থীরা।
আরও পড়ুন: Dandruff: সারা বছর খুশকির সমস্যায় ভোগেন? নুনেই হতে পারে বাজিমাত! দেখে নিন
২০২২ সালের ১ অক্টোবরের মধ্যে SSC (Tech) and SSCW(Tech) পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে এবং মৃত কর্মীদের স্ত্রীদের ক্ষেত্রে ২০২২ সালের ১ অক্টোবরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছর।
সব আবেদনকারীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বুধবার দুপুর ৩টের মধ্যে শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া।