ভারতকে নিয়ে গর্ব করতে হলে ভারতীয় হতে হয় না, এমন ৫ তথ্য, যেখানে সারা বিশ্ব ভারতের কাছে হার মানবে
আমরা ভারতীয়, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য ভারত নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে `টু দ্য পয়েন্ট`, এমন দশ তথ্য, যা জেনে আপনি প্রবাসেই থাকুন আর ভারতের পাশের দেশের নাগরিকই হোন, গর্ব হবে এটা ভেবেই আপনি ভারতের পাশের দেশ, বন্ধু দেশ অথবা ভারত আপনার `মূল`। বিশ্বের আর কোনও দেশ ভারতের নাগপাশ দিয়ে যেতে গেলে ১ বার নয়, হাজার বার ভাববে, এমন ৫ তথ্য, যা বিশ্বে নেই। সরাসরি চ্যালেঞ্জ রইল (আপনি গুগুল করেও খুঁজে পাবেন না), তথ্য গুলো জানুন আর ভাবুন-
ওয়েব ডেস্ক: আমরা ভারতীয়, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য ভারত নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে 'টু দ্য পয়েন্ট', এমন দশ তথ্য, যা জেনে আপনি প্রবাসেই থাকুন আর ভারতের পাশের দেশের নাগরিকই হোন, গর্ব হবে এটা ভেবেই আপনি ভারতের পাশের দেশ, বন্ধু দেশ অথবা ভারত আপনার 'মূল'। বিশ্বের আর কোনও দেশ ভারতের নাগপাশ দিয়ে যেতে গেলে ১ বার নয়, হাজার বার ভাববে, এমন ৫ তথ্য, যা বিশ্বে নেই। সরাসরি চ্যালেঞ্জ রইল (আপনি গুগুল করেও খুঁজে পাবেন না), তথ্য গুলো জানুন আর ভাবুন-
'মোবাইল নেশন'
ভারতে যত সংখ্যক মানুষ ফোন ব্যবহার করে, সেই সংখ্যাটা আমেরিকার মোট জনসংখ্যার তিন গুণ। ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯২ কোটি ৪ লক্ষ।
'আংরেজি বাবুজ'
হিন্দি, বাংলা, অসমিয়া, মারাঠি, তেলেগু সহ মোট ১৬টি রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত ভাষায় ভারতের মানুষ কথা বলে। আর তা ছাড়াও রয়েছে আন্তর্জাতিক ভাষা ইংরাজি। আর ব্রিটিশদের ভাষায় ভারতে যত সংখ্যক মানুষ কথা বলে সেই সংখ্যাটা গ্রেট ব্রিটেনের মোট জনসংখ্যার ২ গুণ। ভারতের ১০০ কোটি মানুষ ইংরাজি ভাষায় কথা বলতে পারেন।
'ইন্টারনেট দেশ'
অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ১০ গুণ মানুষ ভারতে ইন্টারনেট ব্যবহার করেন।
কত মুসলিম পাকিস্তানে থাকেন? আর ভারতে কত?
ভারতে যত সংখ্যক মুসলিম থাকেন তা পাকিস্তানে বসবাসকারী মুসলিম নাগরিকের মোট সংখ্যার একেবারে কাছাকাছি। ২০১১-এর জনগণনা অনুযায়ী ভারতে মুসলিম থাকেন ১৭ কোটি ৭ লক্ষ। পাকিস্তানে মুসলিম নাগরিকের সংখ্যা ১৭ কোটি ৮ লক্ষ।
ভারত দেশ নয়, মহাদেশ!
ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা ২৮। ভারতে মোট রাজ্যের সংখ্যা ২৯।