ওয়েব ডেস্ক : আপনার হাড় কি দুর্বল? ৪০-এর আগেই কি আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে? কিংবা ৩০ বছর হতে না হতেই দুর্বল হচ্ছে হাড়? অনেক চেষ্টা করছেন, তা সত্ত্বেও কাজ হচ্ছে না। বাজার চলতি বিভিন্ন জিনিসপত্র খাচ্ছেন বটে, কিন্তু পাচ্ছেন না ফল। এমন যদি হয় তাহলে বুঝে নিন, কোন কোন খাবারগুলি আওনার হাড়কে দুর্বল করে দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরকমই কিছু খাবারের তালিকা দেওয়া হল, যে খাবারগুলি আপনার প্রতিদিনের তালিকায় থাকলে, হাড় দুর্বল হতে বাধ্য। যে খাবার বা পানীয়গুলিতে আপনার হাড় দুর্বল হয়ে পড়ে, তার মধ্যে রয়েছে চা, কফি। চা, কিংবা কফিতে যে ক্যাফাইন রয়েছে, তা পনার হাড়-এর স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত নয়।


বেশি পরিমাণ নুন খেলেও আপনার হাড় দুর্বল হতে বাধ্য। তাই যতটা সম্ভব, খাবারে নুন কম খান।


আপনার যদি বেশি পান-এর অভ্যেস থাকে, তাহলে বর্জন করুন। কারণ অ্যালকোহল যদি আপনার পেটে বেশি পড়ে, তাহলে আপনার হাড়ের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য বলেই মনে করছে গবেষকদের একাংশ।


খেতে বেশ লাগলেও, হাড়-এর স্বাস্থ্য বাঁচাতে বেশি করে রেড মিট খাওয়া বর্জন করুন। অত্যধিক পরিমাণ রেড মিট কোলন ক্যান্সারের সম্ভাবনাও বাড়িয়ে দেয় বলে প্রকাশিত গবেষণায়।


সোডাও আপনার হাড়-এর স্বস্থ্য খারাপ করে দেয় বলে জানা যাচ্ছে।