ওয়েব ডেস্ক : সবে কলেজের বা ইউনিভার্সিটির রেজাল্ট আউট হয়েছে। মেয়েরা বাবা-মায়ের ব্যস্ত হয়ে ওঠেন মেয়েকে সুপাত্রস্থ করার জন্য। শুরু হয় খোঁজ। তারপর বেশকিছু 'চাহিদা' মিলে গেলেই দিনক্ষণ স্থির। এবার বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। সম্বন্ধ দেখা থেকে বিয়েতে বসা, বেশ নার্ভাস থাকে মেয়েরা। ঘুরপাক খায় বেশকিছু প্রশ্ন।  এই যেমন,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- যাকে সেভাবে চিনি না, জানি না, তাঁর সঙ্গে যৌনতা?


- অপরিচিত একজনের জন্য আমাকে কেন সাজতে হবে?


- পুরনো সম্পর্কের কথা জানতে চাইলে, কী বলব?


- ওর বন্ধুর সঙ্গে কলেজ লাইফে যে প্রেম ছিল!


- পড়াশোনায় ভালো। সারাদিন কি তাহলে বই মুখে বসে থাকবে?


- শর্ট, মডার্ন ড্রেস পরতে দেবে? নাকি সারাদিন শাড়ি?


- রান্নাবান্না করতে জানে?


- বিয়ের পর চাকরি করতে দেবে তো?


আরও পড়ুন, কত বছর বাঁচবেন আপনি? বলে দেবে একটা রক্তপরীক্ষা