নিজস্ব প্রতিবেদন : বিপদ আসার আগে কিছু সংকেত অবশ্যই দেয়। আমরা অনেক সময় সেগুলো বুঝতে পারি না। ফলে বিপদ ঘটে যাওয়ার পর আফসোসের শেষ থাকে না। অনেক সময় বিপদ ঘটে যাওয়ার পর সেসব সংকেতের কথা মনে পড়ে। তখন হাত কামড়াতে হয়। সতর্ক থাকলে এবং চোখ-কান খোলা রাখলে বিপদের আভাস পাওয়া যায় বৈকি! এই যেমন ধরুন, আপনার বাড়ি টার্গেট করেছে চোর-ডাকাতের দল। আপনি বাড়িতে না থাকলেই সুযোগের সদ্বব্যবহার করার ছক চলছে। কখনও দূর থেকে, কখনও আবার সামনে এসে আপনার বাড়ির বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছে কেউ বা কারা। আগে থেকে সব ছক বুঝে নেওয়ার উপায় আছে। জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ১০ এর মধ্যে সাতজন মজে পরকীয়ায়, স্বামীকে কেন ঠকাচ্ছেন মহিলারা? সমীক্ষা জানাল আসল কারণ


১। বাড়ির ময়লার ঝুড়ি বা নোংড়া ফেলার প্যাকেট প্রায়ই উধাও হয়ে যাচ্ছে? বাড়ির বা ব্যাঙ্কের তথ্য পাওয়ার জন্য আবর্জনা ঘেঁটে দেখছে না তো কেউ?


২। বাড়ির পোষা কুকুরটি হঠাত্ হারিয়ে গিয়েছে? অথবা মারা গিয়েছে! ওকে কেউ সরিয়ে ফেলেনি তো! 


৩। জানালার বা গাড়ির কাঁচ ভাঙা দেখলেই সতর্ক হয়ে যান।


৪। বাড়ির আশেপাশে লাগানো লাইট আজকাল ঘন ঘন নষ্ট হচ্ছে? কেউ ইচ্ছাকৃতভাবে করছে না তো!


৫। বাড়ির দরজা বা জানালায় বিভিন্ন রকমের অদ্ভুত চিহ্ন বা মার্কিং চোখে পড়ছে? হঠাত্ কোনওরকম ক্রস চিহ্ন, স্টিকার ইত্যাদি দেখলে সতর্ক হোন।


৭। বাড়ির কোনও একটা অংশের তালা ভাঙা অবস্থায় পেয়েছেন? অথবা তালার আশোপাশে কোনও স্ক্র্যাচ দেখতে পেয়েছেন! চোর-ডাকাতের কাজ নয় তো?