ওয়েব ডেস্ক : সাবধান! এই ক্যালকুলেটরকে দূরেই রাখুন আপনার থেকে। নইলে কিন্তু, সমুহ বিপদ। আপনার এতদিনের সব ‘কুকীর্তি’ ফাঁস করে দেবে এই ক্যালকুলেটর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী এমন ক্যালকুলেটর?


সেক্স ক্যালকুলেটর। এখনও পর্যন্ত আপনি কতজনের শয্যাসঙ্গী বা শয্যাসঙ্গিনী হয়েছেন, এ ক্যালকুলেটর বলে দেবে সবটাই। এমনও হতে পারে, অনেকের নাম হয়তো আপনি ভুলেও গেছেন! কিন্তু, এই ক্যালকুলেটরে ধরা পড়বে সবই।


কীভাবে?


নিচে দেওয়া হল ফর্মুলাটি। আপনিও ট্রাই করতে পারেন। তবে, এরফলে শুধু গোপন কথাটিই ফাঁস হবে না। সুস্থ থাকবে আপনার যৌন জীবন। ধরা পড়বে আপনার সঙ্গীর দ্বিচারিতাও।