ওয়েব ডেস্ক: যৌনতা ছাড়া জীবন হয় নাকি! মানুষ কেন শুধু, পৃথিবীর সব প্রাণীরই অন্তত বংশবৃদ্ধির জন্য তো যৌনতা লাগবেই। কিন্তু সব প্রাণীরই যৌনতার জন্য একজন বিপরীত লিঙ্গের সঙ্গীর প্রয়োজন হয়। তেমনটা না পেলে, সে যৌনতার স্বাদ পাবে কীভাবে, অন্তত বংশবৃদ্ধির ক্ষেত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিষয়ে এই পৃথিবীর সবথেকে সুখী প্রাণী ক্লাউন। কারণ, ক্লাউন ফিশ নিজেদের ইচ্ছামত সেক্স বা লিঙ্গ পরিবর্তন করতে পারে! প্রসব করার সময় যদি মহিলা ক্লাউন ফিশ মারা যায়, তখন তার সঙ্গী পুরুষ ক্লাউন ফিশ লিঙ্গ পরিবর্তন করে মা হওয়ার জন্য অন্য আর এক পুরুষ ক্লাউন ফিশের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়!ভাবুন তো একবার, যদি মানুষও এমনটা করতে পারতো! আর যাই হোক, ধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার একটু কমতো। কী বলেন?


এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামক বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।