ওয়েব ডেস্ক : বছর শেষ হতে বাকি মাত্র আর একদিন। আর বছরের শেষদিনেই ঘটতে চলেছে এই ঘটনা। একটা 'অদ্ভুত' ঘটনা। অন্য বছরগুলির থেকে এই বছর শেষ হবে দেরিতে। মানে নতুন বছর আসার জন্য কিছুটা বেশিই অপেক্ষা করতে হবে উত্সব প্রিয় মানুষকে। এখন প্রশ্ন, এই 'অদ্ভুত' ঘটনাটি ঘটার পিছনে কারণটি কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারণ, ২০১৬  বছরটি শেষ হওয়ার আগে যুক্ত হতে চলেছে "লিপ সেকেন্ড"। গ্রীনিচ টাইমে ঘড়িতে যখন ৩১ ডিসেম্বর রাত ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকন্ড বাজবে, তখনই যোগ করা হবে এই "লিপ সেকেন্ড"। কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা UTC-তে এই "লিপ সেকেন্ড" যোগ হওয়ার ফলেই বছর শেষ হবে দেরিতে।


পৃথিবীর আহ্নিক গতির ঘূর্ণন বেগের কমবেশিতে বার্ষিক গতির সময়কালে যে তারতম্য দেখা যায়, তার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়। যখন অতিরিক্ত সময় যোগ করে পুষিয়ে দেওয়া হয় ঘাটতি।


আরও পড়ুন, বাস্তুশাস্ত্রের কিছু ভ্রান্ত ধারণা জেনে নিন