ওয়েব ডেস্ক : ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকর। ক্যান্সার ডেকে আনে। সবাই জানে। তবুও সিগারেটের বিক্রি কখনও কমে না। তবে এই 'ধূমপান' কিন্তু সত্যিই ভালোঔ এই 'ধূমপান' কমিয়ে দেবে আপনার মৃত্যুর সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নামী-দামী ব্র্যান্ডেড সিগারেটের থেকে এই সিগারেট অনেকটাই আলাদা। এ হচ্ছে ই-সিগারেট। সমীক্ষা বলছে, ই-সিগারেট মানবদেহে মৃত্যুর সম্ভাবনা ২১ শতাংশ কমিয়ে দেয়। আর সেই কারণেই তরুণ সম্প্রদায়, পুরুষ-মহিলা নির্বিশেষে এখন ঝুঁকছে ই-সিগারেটের দিকে।



এমনকী, এছাড়াও নাকি ই-সিগারেটের বেশকিছু 'স্বাস্থ্যকর' গুণ রয়েছে। জনস্বাস্থ্যের ক্ষেত্রেও নাকি ই-সিগারেট সাধারণ সিগারেটে থেকে 'ভালো'। বোঝো কাণ্ড! তবে একেবারে প্রথমেই যাঁরা ই-সিগারেট ট্রাই করবেন, তাঁরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো।