নিজস্ব প্রতিবেদন: সমুদ্রতটে গিজ গিজ করছে লক্ষ লক্ষ মোটা মোটা কেঁচো বা কৃমির মতো জীব। সম্প্রতি নেট দুনিয়ায় এমনই একটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এগুলিকে দেখতে অনেকটা পুরুষের লিঙ্গের মতো। তাই এগুলির পোশাকি নাম ‘পেনিস ফিস’। এগুলি লম্বায় প্রায় ১০ ইঞ্চি। ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে এমনই লক্ষ লক্ষ ‘পেনিস ফিস’ পড়ে থাকতে দেখা গিয়েছে যা নিয়ে এখন বেশ হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই জীবগুলি সাধারণত জলের নীচে থাকে। চিন, দক্ষিণ কোরিয়া, জাপানের উপকূলবর্তী এলাকায় দেখা মেলে এই ‘পেনিস ফিস’-এর। এশিয়ার ওই সব দেশগুলিতে বিভিন্ন খাবারের সঙ্গেও পরিবেশিত হয় ‘পেনিস ফিস’। এর নামের সঙ্গে ‘ফিস’ শব্দটি জুড়ে দেওয়া হলেও ‘বে নেচার’ পত্রিকার একটি প্রতিবেদনে ‘পেনিস ফিস’কে এক রকমের সামুদ্রিক কৃমি বা ‘ফ্যাট ইনকিপার ওয়ার্ম’ বলেই উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানের ভাষায়, ইউরিচিস ইউনিসিন্টাস। জীববিজ্ঞানীদের দাবি, অগভীর সমুদ্রের তলদেশের প্ল্যাঙ্কটন, ব্যাকটেরিয়া জাতিয় খাবার খেয়ে এগুলি বেঁচে থাকে।



আরও পড়ুন: দু’মাস ধরে প্রচণ্ড কাশি; রোগীর নাক, গলা থেকে বেরলো ৪ ইঞ্চি লম্বা দু’টো জ্যান্ত জোঁক!


মার্কিন জীববিজ্ঞানীদের দাবি, ইউরিচিস ইউনিসিন্টাস বা ‘ফ্যাট ইনকিপার ওয়ার্ম’ প্রায় ৩০০ লক্ষ বছরের প্রাচীন একটি প্রজাতি। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় মারাত্মক ঝড়ের প্রভাবে লক্ষ লক্ষ ‘পেনিস ফিস’ সমুদ্রতটে উঠে আসে। আর সেই ছবিই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।