ওয়েব ডেস্ক: বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে দেহব্যবসা। অর্থের বিনিময়ে শরীরী খেলায় মত্তের নামই দেহব্যবসা। বিশ্বের কোথাও এটা সম্পূর্ণ বেআইনি। কোথাও  আবার আইনি ব্যধতা আছে। তবে বেশিরভাগ জায়গাতেই বেআইনি হয়েও রমরমিয়ে চলে। সম্প্রতি হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে। দেহব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তা বলা হয় এই রিপোর্টে। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ দেহ ব্যবসায় কোন জায়গায় দাঁড়িয়ে----


আরও পড়ুন- ভারতে দেহব্যবসা বেআইনি নয়, তবে করা যাবে না এসব কাজ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) চিন- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দেহব্যবসার রমরমা বললে কম বলা হবে। সবচেয়ে বেশি দেহব্যবসার কেন্দ্র চিনেই রয়েছে। দুনিয়ার সবচেয়ে বেশি যৌনতা বিষয়ক পণ্য যেমন সেক্স টয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উত্পাদন হয় চিনেই। চিনে দেহব্যবসায় বছরে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়। যা বিশ্বের বাকি দেশগুলির চেয়ে অনেক  বেশি


আরও পড়ুন- ডেটিং যখন দেহব্যবসা!



২) স্পেন- দেহব্যবসার স্বর্গরাজ্য। বছরে ৫০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়।



৩) জাপান-দেহব্যবসা নিয়ে আইন বেশ সরল। এতে জাপানের দেহব্যবসা বেশ জাঁকিয়ে চলছে। জাপানে দেহব্যবসায় বছরে ২৪ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়।



৪) দক্ষিণ কোরিয়া-দেহব্যবসা সম্পূর্ণ অবৈধ, বছরে ১৪.৬ মিলিয়ন ডলার


৫) মার্কিন যুক্তরাষ্ট্র-



ভারত সাত নম্বরে