নিজস্ব প্রতিবেদন: টেসলার সিইও ইলন মাস্ক ব্যাঙ্কের সঙ্গে আলোচনার সময় জানান যে টুইটারে কর্মী ছাঁটাই হতে পারে। এর মাধ্যমে কোম্পানির আয় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। মাস্ক, ব্যাঙ্কারদের সঙ্গে কথোপকথনে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের "কর্মদক্ষতা" বাড়ানো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে চাকরি ছাঁটাইও রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটার অথবা এর সিইও পরাগ আগরওয়াল এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। আগরওয়াল কর্মীদের জানিয়েছেন যে কোনও ছাঁটাই হবে না। জানা গেছে যে, কোম্পানির পলিসি বিভাগে চাকরি ছাঁটাই করা হতে পারে।


ক্যাপিটল হিল হিংসার পরিপ্রেক্ষিতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ছেলে হান্টারের ল্যাপটপ সম্পর্কে বিশেষ খবরগুলি সেন্সর করা হয় এর পরেই টুইটারের পলিসি প্রধান বিজয়া গাড্ডের সমালোচনায় মাস্ক অসন্তোষ প্রকাশ করেন।


আরও পড়ুন: IRCTC: Lucknow থেকে Nepal 'ধর্মীয় ট্যুর', আন্তর্জাতিক প্যাকেজ ঘোষণা IRCTC-র


অন্যদিকে, আগরওয়াল বলেছেন যে কোম্পানির সফল অধিগ্রহণের পরে তার পুরো দল টুইটারকে উন্নত এবং এর রূপান্তর করতে কাজ চালিয়ে যাবে। একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা গেছে মাস্কের অধিগ্রহণের পরে কর্মীদের সাথে কথা বলেন পরাগ আগরওয়াল। তিনি বলেছিলেন যে মাস্ক শীঘ্রই তাদের সব সমস্যার সমাধান করবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)