ওয়েব ডেস্ক : পুরুষদের জন্য সতর্কবাণী শোনাচ্ছে নয়া গবেষণা। গবেষণায় বলা হয়েছে, শেভিং ক্রিম বা দাঁড়ি কাটার ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে। রোজ এই ক্রিমের ব্যবহারে শরীরের ক্ষতি হতে পারে। কমে যেতে পারে স্পার্ম কাউন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, 'দায়িত্ব ভাগ করে নিতে চাই', মোদীকে বিয়ে করতে চেয়ে ধরনায় মহিলা


মার্কিন বিশেষজ্ঞ দলের গবেষণা বলছে, শ্যাম্পু, এয়ার ফ্রেশনার, ডিটারজেন্ট সাবান, কীটনাশকের পাশাপাশি শেভিং ক্রিমেও থাকে রাসায়নিক থ্যালেট। এই থ্যালেট শুক্রাণুকে পরিণত হতে বাধা দেয়। একটি শুক্রাণুর পরিণত হতে স্বাভাবিকভাবে সময় লাগে ৭২ দিন। থ্যালেটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় শুক্রাণুর প্রোটিন। ফলে বাধাপ্রাপ্ত হয় সেই প্রক্রিয়া। যার ফলেই কমে যেতে পারে স্পার্ম কাউন্ট। কর্মক্ষমতা হারাতে পারে শুক্রাণু।


আরও পড়ুন, দুই জরায়ুতে দুই সন্তান; বিরলতম ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ