ওয়েব ডেস্ক : স্মার্টফোনে আসক্তির ফল যে কতটা মারাত্মক হতে পারে, তা আবারও একবার নতুন করে জানালেন চিকিত্সকরা। এতদিন জানা ছিল, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুপ্রভাব পড়ে চোখের উপর। চোখে নানাধরনের সমস্যা দেখা দেয়। বাড়ে মাইগ্রেনের ব্যথাও। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখন আর শুধু চোখ নয়। স্মার্টফোন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রাণুও। কীভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অত্যদিক স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিচ্ছে স্পার্ম কাউন্ট। পুরুষরা সাধারণত প্যান্টের পকেটে তাঁদের মোবাইল রাখেন। এখন স্মার্টফোন থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন হয়, তাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষের প্রজননতন্ত্র। এই ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দেয়। ফলে কমে যায় স্পার্ম কাউন্ট।


আরও পড়ুন, শুক্রাণুর DNA যে কারণে ক্ষতিগ্রস্ত হয়!