এই সময়টায় দুপুরে মাছের ঝোল-ভাতের মতো উপাদেয় আ কী বা হতে পারে! পমফ্রেট মাছ প্রায় সকলেই পছন্দ করেন। আর সরষে দিয়ে পমফ্রেট হলে তো কথাই নেই। স্বাদ বদলের জন্য আজ রইল সুস্বাদু সরষে পমফ্রেট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

• সরষে পমফ্রেট বানাতে লাগবে:


২টো পমফ্রেট মাছ


৩-৪টে চেরা কাঁচালঙ্কা


১ চা চামচ কালো জিরে


১ টেবিল চামচ টকদই


২ টেবিল চামচ সাদা ও কালো সরষে বাটা


১ চা চামচ হলুদ গুঁড়ো


১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো


স্বাদ মতো লবন


পরিমান মতন সরষের তেল


আরও পড়ুন: শিখে নিন আফগানি মটন ভুনা বানানোর কৌশল


• সরষে পমফ্রেট বানানোর কৌশল:


প্রথমেই রান্নার ৩০ মিনিট আগে মাছে হলুদ ও লবন মাখিয়ে রেখে দিন।


প্যানে তেল গরম করে হালকা করে মাছ গুলো ভেজে তুলে নিন।


মাছ ভাজা তেলে কালো জিরে ফোঁড়ন দিয়ে কাঁচালঙ্কা ও সরষে বাটা দিয়ে দিন।


এ বারে লঙ্কার গুঁড়ো, লবন, হলুদ গুঁড়ো ও টকদই দিয়ে কম আঁচে ভাল করে কষিয়ে নিন।


প্রয়োজনে উষ্ণ গরম জল দিতে পারেন। এ ভাবে ৬-৭ মিনিট রান্না করুন।


আরও পড়ুন: স্বাদ বদলে মুখোরোচক মেথি কাতলা


ভাল করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে ঢেকে দিন।


৫-৬ মিনিট পরে লবন দেখে নামিয়ে নিন।


এ বার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সরষে পমফ্রেট।