মাশরুম শরীরের জন্য খুবই উপকারী। মাশরুম দিয়ে নানা মুখোরোচক পদই বানানো সম্ভব। আমিশ পদ খেতে যাঁরা খুব একটা পছন্দ করেন না, তাঁদের জন্য উপযুক্ত পদ মাসরুম৷ তা ছাড়াও মাশরুম খেতে পছন্দ করেন অনেকেই। এই মাশরুম দিয়েই বানানো যায় জিভে জল আনা এমন সব রেসিপি যা সহজেই টেক্কা দিতে পারে যে কোনও নন ভেজ রেসিপিকে। তাই আজকের রেসিপি – চিলি গার্লিক মাসরুম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চটজলদি রেঁধে নিন মুখোরোচক দম পটল


চিলি গার্লিক মাসরুম বানাতে লাগবে:


১ বাটি মাসরুম (২০০-২৫০ গ্রাম)


২টি বড় পেঁয়াজ ছোট টুকরো করে কাটা


১০-১২ কোয়া রসুন


৩ চামচ কাঁচালঙ্কা কুচি


৩ চামচ গোলমরিচ গুঁড়ো


৪ চামচ মাখন


১ কাপ টোম্যাটো পিউরি


৪ চামচ ধনেপাতা কুচি


১ কাপ ডিমের সাদা অংশ


স্বাদ মত লবন


আরও পড়ুন: শিখে নিন বাদশাহি পনির কালিয়া বানানোর কৌশল


চিলি গার্লিক মাসরুম বানানোর পদ্ধতি:


প্রথমে প্যানে ২ চামচ মাখন দিন।


মাখন গলে গেলে প্যানে টুকরো করা পোঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কা কুচি দিয়ে যত ক্ষণ না লালচে হয়ে আসছে তত ক্ষণ নাড়তে থাকুন।


প্যানে এ বার টুকরো করে রাখা মাসরুম দিয়ে কষাতে থাকুন।


কিছু ক্ষণ কষানোর পর প্যানে টোম্যাটো পিউরি আর ডিমের সাদা অংশ দিয়ে দিন।


আরও পড়ুন: আজ পাতে থাক জিভে জল আনা মোচার পাতুরি


সমস্ত উপকরণগুলো ভালভাবে মিশিয়ে নিন।


এ বার সামান্য লবন দিয়ে সামান্য নেড়েচেড়ে নিন।


নামানোর আগে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন।


ব্যাস, পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিলি গার্লিক মাসরুম।