নিজস্ব প্রতিবেদন: ঘুরতে ভালবাসেন? লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই! খেয়াল করেছেন কি, এই মাইলস্টোন একেক জায়গায় একেক রঙের হয়! কোথাও হলুদ, কোথাও কালো তো কোথাও আবার সবুজ রঙের মাইলস্টোন দেখা যায়। মাইলস্টোনের এই রং কিন্তু বেশ অর্থবহ। এই রঙের মধ্যেই লুকিয়ে আছে কিছু জরুরি তথ্য। আসুন জেনে নেওয়া যাক মাইলস্টোনের কোন রঙের কী মানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এই আসনগুলির চর্চায় যৌন মিলনে বাড়বে স্ফুর্তি!


কোথাও রাস্তার ধারে যদি হলুদ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও জাতীয় সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদি কোথাও কালো রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও বড় শহর বা জেলার বড় রাস্তায় রয়েছেন।


আরও পড়ুন: আপনার মৃত্যু কবে হবে, জানিয়ে দেবে Google!


কোথাও রাস্তার ধারে যদি কোথাও সবুজ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে তার অর্থ হল আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। কোথাও রাস্তার ধারে যদি কমলা রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও গ্রামীণ সড়কে রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পঞ্চায়েত এলাকায় এগুলিকে দেখতে পাওয়া যায়।


সুতরাং, এর পর কোথাও কাজে বা নিছক ঘুরতে গিয়ে পথের ধারে যে কোনও রঙের মাইলস্টোন দেখে সহজেই বুঝে নিতে পারবেন আপনি কোথায় আছেন।