`ভ্যালেন্টাইন ডে` সপ্তাহের প্রতিটি দিনে
ওয়েব ডেস্ক: ২০১০ থেকে ২০১৬। ৭ বছরে একটা প্রেম সপ্তাহের ৭টা দিন, প্রতি দিনে 'ভ্যালেন্টাইন ডে'। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি, 'ভ্যালেন্টাইন ডে' ছিল সোমবার। ২০১৬ তে এসে 'ভ্যালেন্টাইন ডে' এবার রবিবারে। এর মাঝে গোটা একটা সপ্তাহে 'ভ্যালেন্টাইন ডে' পূর্ণ করল তাঁর ঘূণাবর্ত।
২০১০- ১৪ ফেব্রুয়ারি- সোমবার
২০১১- ১৪ ফেব্রুয়ারি-মঙ্গলবার
২০১২- ১৪ ফেব্রুয়ারি-বুধবার
২০১৩- ১৪ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার
২০১৪- ১৪ ফেব্রুয়ারি-শুক্রবার
২০১৫- ১৪ ফেব্রুয়ারি-শনিবার
২০১৬- ১৪ ফেব্রুয়ারি-রবিবার
এই 'ভ্যালেন্টাইন ডে' স্পেশাল, কারণ এমনটা সচরাচর দেখা যায় না। ২০১৭ সালেই 'ভ্যালেন্টাইন ডে' মঙ্গলবার (সপ্তাহ শুরুর দ্বিতীয় দিন)।