ওয়েব ডেস্ক: ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা কত? মূলত কোন শ্রেণীর মানুষরা যৌন ব্যবসায় নাম লেখাচ্ছেন বা লেখাতে বাধ্য হচ্ছেন? ভারতের যৌনকর্মীদের নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষা থেকে উঠে আসছে এমন নানান তথ্য। এক ঝলকে দেখে নেওয়া যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা- ২ থেকে ৩ মিলিয়ন। এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষই ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় এসেছেন।


২) ভারতীয় ও নেপালি মেয়েদের যে অংশটা ১৩-১৯ বছর (টিন এজার) বয়সের মধ্যে যৌন পেশায় এসেছেন তাঁদের বেশিরভাগকেই জোর করে নিয়ে আসা হয়েছে।


আরও পড়ুন- দুর্গা পুজোর দিনগুলো কেমন করে কাটান সোনাগাছির যৌনকর্মীরা?



৩) কুড়ি বছর বা তার চেয়ে বেশি বয়সে যেসব মেয়েরা যৌন ব্যবসায় এসেছেন তাঁদেরক অধিকাংশই অর্থনৈতিক কারণে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন।


৪) ভারতে শতকরা ৯০ ভাগ যৌনকর্মীর মেয়েরা যৌন ব্যবসাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নেন।


'অনুমতি থেকেও নেই', পুজো বন্ধ সোনাগাছিতে


৫) ভারত ও নেপালের মতো দেশগুলোতে যেখানে জাতিভেদ প্রথা আজও বিদ্যমান সেখানে নির্দিষ্ট কয়েকটি বর্ণের মেয়েদের এই পেশায় বেশ কম বয়েসে আসতে দেখা যায়।