নিজস্ব প্রতিবেদন: এই গান গেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন রাণাঘাটের রানু মণ্ডল। গায়ক, সঙ্গীত পরিচালক, অভিনেতা হিমেশ রেশমিয়ার দেওয়া প্লে ব্যাকের ব্রেক জীবনটাই বদলে দিয়েছে তাঁর। রানুর গান, তাঁর খবর মানেই ‘ভাইরাল’!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ‘লাভ ইউ কোচবিহার’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারি একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ওই ভিডিয়োয় এক ব্যক্তিকে হারমোনিয়াম নিয়ে রানু মণ্ডলের গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গানটি গাইতে দেখা যাচ্ছে। আর ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে একটি নেড়ি কুকুর তার হাত (সামনের দুই পা), পা, মাথা নেড়ে গলা মেলাচ্ছে ওই গানে।



আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে বাড়ি ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্যাঙ্কোয়েট হল কর্তৃপক্ষ!


১৬ জানুয়ারি পোস্ট হওয়া ওই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত সাড়ে ৮ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ১৫ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে ভিডিয়োটি। কুকুরের এমন গান গাওয়া দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন অনেকেই। আর ভিডিয়োটিও দেখতে দেখতে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হবে না-ই বা কেন, একে তো কুকুরের গান গাওয়া, তার উপর রানু মণ্ডলের গান! সব মিলিয়ে ভাইরাল হওয়ার সব উপাদানই তো রয়েছে এই ভিডিয়োয়!