নিজস্ব প্রতিবেদন: মাত্র ২৭ সেকেন্ডের একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে তিনটি শিশু ‘লাফদড়ি’ খেলছে। দু’টি শিশু দড়ির দু’প্রান্ত ধরে ঘোরাচ্ছে আর তার সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে চলেছে আর একটি শিশু। কিন্তু একটু ভাল করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ওই তিনটি শিশু ‘লাফদড়ি’ খেলতে কাজে লাগিয়েছে আস্ত একটা সাপ! তবে নিশ্চিন্তের বিষয় হল, সাপটি মৃত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এই ভিডিয়োটি তোলা হয়েছে ভিয়েতনামে। শিশুদের ‘লাফদড়ি’ বা জাম্পিং রোপ খেলায় ব্যবহৃত মৃত সাপটি প্রায় ছ’ফুট লম্বা। মনে করা হচ্ছে ওই শিশুদেরই কোনও সঙ্গী মোবাইলে এই ভিডিয়োটি করেছে।



আরও পড়ুন: পুলিসের ডগ স্কোয়াডে দেশি কুকুর, ট্রেনিংয়ে টেক্কা দিচ্ছে ল্যাব্রেডর, জার্মান শেফার্ডকে!


ইউটিউবে ১৫ নভেম্বর ভিডিয়োটি আপলোড করা হয়েছে। তার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ওই ভিডিয়োটি। ইউটিউবে ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ১৯ হাজারেরও বেশি ভিউ হয়েছে। ভিডিয়োর সাপটি বিষধর কিনা তা জানা যায়নি।