নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডির শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ৫৯১টি পদের জন্য ফর্ম পূরণের শেষ তারিখ ২০ জুলাই ২০১৮। তবে ২৫ জুলাই ২০১৮ পর্যন্ত টাকা মেটানো যাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্নাতক থেকে অষ্টম শ্রেণই যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করা যাবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কম্পোজিটর, জুনিয়র মেশিন ম্যান, জুনিয়র প্রুফ প্রেসম্যান, জুনিয়র ফ্লাই বয়, জুনিয়র স্টোরার, জুনিয়র পিয়ন, জুনিয়র দারোয়ান, জুনিয়র ফরাস ও জুনিয়র সুইপার পদে নিয়োগ হবে। 


GK Update: বেড়ে গেল বৃহস্পতির উপগ্রহের সংখ্যা


প্রতিটি ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা


টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড II


যোগ্যতা - বিজ্ঞান বিভাগে স্নাতক বা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। সঙ্গে ল্যাবরেটরি সায়েন্সে ৩ বছরের ডিপ্লোমা।  


শূন্যপদের সংখ্যা - ৭২ 


জুনিয়র অ্যাসিস্ট্যান্ট


যোগ্যতা - উচ্চ মাধ্যমিক
শূন্যপদের সংখ্যা - ১৮৮ 


জুনিয়র কম্পোজিটর 
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা -


জুনিয়র মেশিন ম্যান


যোগ্যতা - অষ্টম শ্রেণি


শূন্যপদের সংখ্যা -


জুনিয়র প্রুফ প্রেসম্যান 


যোগ্যতা - অষ্টম শ্রেণি, সঙ্গে ১৬ বছরের অভিজ্ঞতা
শূন্যপদের সংখ্যা -


জুনিয়র ফ্লাই বয় 
যোগ্যতা -
অষ্টম শ্রেণি সঙ্গে ১৬ বছরের অভিজ্ঞতা
শূন্যপদের সংখ্যা -


জুনিয়র স্টোরার
যোগ্যতা -
অষ্টম শ্রেণি সঙ্গে ১৬ বছরের অভিজ্ঞতা
শূন্যপদের সংখ্যা - ১১


জুনিয়র পিয়ন
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা - ১৮৮


জুনিয়র দারোয়ান
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা - ৬১


জুনিয়র ফরাস
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা - ১২


জুনিয়র সুইপার 
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা - ৩১


জুনিয়র মাঝি 
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা - ২ (সংরক্ষিত)


জুনিয়র প্রেস অ্যাটেন্ডেন্ট 
যোগ্যতা -
অষ্টম শ্রেণি
শূন্যপদের সংখ্যা -


আবেদনের খরচ


গ্রুপ সি-র পদের জন্য সাধারণ ও ওবিসি - ২০০ টাকা


এসসি ও এসটি - ১৪০ টাকা


গ্রুপ ডি-র পদের জন্য সাধারণ ও ওবিসি - ১৫০ টাকা


এসসি ও এসটি ১০০ টাকা


বিজ্ঞাপনের বিজ্ঞপ্তি ও যাবতীয় তথ্যের জন্য দেখুন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com


বিজ্ঞপ্তি দেখুন