ওয়েব ডেস্ক: এত বড়, সত্যি! হ্যাঁ, সত্যিই এত বড় চুল যে জামা-ই পরতে হয় না ইন্সটাগ্রামার সারা বেইজিকে। নিজের উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি। চুলের দৈর্ঘ্য ৩ ফিট ৭ ইঞ্চি। ৫ বছর চুলে কাঁচিই ঠেকাননি সারা। চুলের পরিচর্চায় প্রতিনিয়ত সময় ব্যয় করেছেন। বাথরুমে প্রতিদিন চুল ধুতেই সময় লাগত ৩০ মিনিট। চুলে হাতই দিতে দেননি কাউকে। ৫ বছর পর তাঁর চুল নিয়েই ইন্সটাগ্রামে হৈ চৈ। নিজের ছবি ইন্সটায় পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন "জামা হিসেবে চুল পরে নেওয়াই এখন আমার ইউনিফর্ম"। একা নিজের চুলের রক্ষণাবেক্ষণে অসুবিধা হয় বলে অনেক সময়ই মায়ের সাহায্য নিতে হয় বলেও জানিয়েছেন সারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর এই সুদীর্ঘ চুলে ফ্রেঞ্চ বিনুনি করতে খুব ভালোবাসেন সারা। কখনও কখনও মাকে বলে চুলে ফ্রেঞ্চ বিনুনি করেন তিনি। তবে অনেক সময়ই চুল সারার কেটে দিতে চেয়েছেন তাঁর মা। অনেক ঝগড়া করে হলেও নিজের চুলকে বাঁচিয়ে রেখেছেন তিনি। আর কত বড় করবেন এই চুল? উত্তরে সারা জানান, "আমি দেখতে চাই আমার চুল কোন দিন থেকে বেড়ে ওঠা বন্ধ করে দেয়"। 


চুলের যত্ন নিতে সারার টিপস-
* চুলের যত্নে সময় দেওয়া
* ভালো করে চুল ধোয়া
* চুলে কোনও রকম 'উল্টোপাল্টা' শ্যাম্পু ব্যবহার না করা
* স্বাভাবিক বৃদ্ধি