ওয়েব ডেস্ক: বিয়ের নেমতন্নের কার্ডে অভিনবত্বের চেষ্টা এখন খুব দেখা যায়। মধ্যবিত্তের বিয়ের কার্ডের অভিনবত্ব অবশ্য লেখা আর ডিজাইনেই সীমাবদ্ধ থাকে। তবে উচ্চবিত্তরা এই বিষয়টা মাঝেমাঝেই চমক দেন। বলিউড তারকাদের বিয়ের কার্ডে নান চমক থাকে।  কর্ণাটকের ধননকুবের তথা বিজেপির প্রাক্তন মন্ত্রী গালি জনার্ধন রেড্ডি অবশ্য বিয়ের কার্ডে চমক নয়, ইতিহাস নতুন তৈরি করলেন। খনি শিল্পপতী জনার্ধন রেড্ডি তাঁর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ কার্ডে আনলেন এলসিডি স্ক্রিন। অবৈধ খনি খদনের দায়ে ৪০ মাস জেল খাটা জর্নাধনের মেয়ের বিয়ের কার্ডে ২ মিনিটের এক ভিডিও অ্যালবাম দেখানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিন এটা কী করল!


ভিডিওর একেবারে শেষে পরিবারের সবাই মিলে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন, নভেম্বরেই হবে গ্র্যান্ড অনুষ্ঠান । এলসিডি স্ক্রিনের মহামূল্যবান বিয়ের কার্ডে আছে বিয়ের গান, অ্যালবাম । মানে বিয়ের কার্ড নয় যেন একটা ছোট্ট স্মার্টফোন। অনেকেই বলছেন, বিয়ের কার্ডই যদি এত দামী হয়, তাহলে বিয়ের অনুষ্ঠানটা কত বড় হবে।


আরও পড়ুন- ISIS কি অবলুপ্তির পথে?


দেখুন সেই বিয়ের কার্ড