ওয়েব ডেস্ক: 'একজন পুরুষ যতটা ভালো পারেন, একজন নারী পারেন তার থেকেও বেশি ভালো'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফুটবল জ্বরে কাবু গোটা দুনিয়া। ইউরো, কোপা শেষ হতে না হতেই ক্লাব ফুটবলে মন মজবে গোটা বিশ্বের। ফুটবল শিল্পীদের কদর তাই গোটা দুনিয়াতেই অন্যকিছুর থেকে তুলনামূলক একটু বেশি। না, যারা ফুটবল বানাচ্ছেন সেই কোম্পানি অথবা 'শ্রমিক' নয়, কদর তাঁদের যারা ফুটবলে পা দিয়ে শিল্প করেন। শুধু পা'ই বা বলি কেন! শরীরের ভাঁজে ভাঁজে ফুটবলের ভাঁজ, শুধু যে দর্শনীয় তা কেবল নয়, বরং আনন্দ দায়কও।


রমণীর পায়ে নূপুর নাকি শ্রেষ্ঠ সৌন্দ্যর্যের উদাহরণ, কিন্তু নূপুরের বদলে নারী যদি ফুটবলকেই নিজের অলংকার করে? অবাক হবেন? আগেও অনেকে এই ক্যারিশ্মাটিক ফুটবল জাগলারি দিয়ে মন চুরি করেছেন অনেকের, ইনিও আরও এক নারী, দেখুন তাঁর শিল্প-