ওয়েব ডেস্ক : পকেটে টানাটানি। এই মাসেও টিকিটটা কাটা গেল না! ৩ মাস পরই ওর জন্মদিন। ভ্যালেন্টাইনস ডে-তে যাওয়া হয়নি। এবার যেভাবেই হোক যেতে হবেই। হাতে যা ছুটি, তাতে প্লেনই একমাত্র উপায়। কিন্তু দিনসংখ্যা যত কমছে, ততই বাড়ছে ভাড়া । মনখারাপ? মুশকিল আসান আমাদের হাতে। এমন এক তথ্য আপনাকে দেব, হলপ করে বলছি, যা আগে কখনও কেউ আপনাকে জানায়নি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিগগিরই ক্যালেন্ডারে চোখ রাখুন। দেখুন দেখি, ঠিক কতদিন বাকি আপনার যাওয়ার? ৩ মাস। মানে ৯০ থেকে ৯১ দিন। এবার টিকিট কাটুন ৫৪ দিনের দিন। কেন?


কারণ, বিমানসংস্থার রিপোর্ট বলছে, যে কোনও উড়ানের ৫৪ দিন আগের দিনটাই হচ্ছে ‘আসল’ দিন। ওই দিন সবচেয়ে কম দামে পাওয়া যায় টিকিট। তাই মনখারাপ না করে হাতে থাকা সময়টুকুতে বরং ওই যত্সামান্য টাকাটা জমিয়ে ফেলুন।