ওয়েব ডেস্ক : চুমু। শব্দটা মনে এলেই অ্যাড্রিনালিন ক্ষরণটা একটু বেড়ে যায়। ভালোবাসার ভেজা অনুভূতি হল চুমু । শরীরী অধিকারের প্রথম ধাপও এই চুমু। আবেগের বহিঃপ্রকাশ। প্রেমের উদযাপন, ‘ঠোঁটে ঠোঁটে রেখে ব্যারিকেড’ গড়ে তোলার প্রতিজ্ঞা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু, এই চুমু খাওয়ার সময়ই প্রেমিক- প্রেমিকা কেন তাদের চোখটা বুজে ফেলেন? মনের মানুষটিকে না দেখে চুমু খাওয়ার মধ্যে কি আলাদা কোনও ‘স্পেশালিটি’ আছে? নাকি চুমু খাওয়ার সময় প্রিয়জনকে দেখতে আপত্তি?


এই চোখ বুজে চুমু খাওয়ার কারণটা অবশ্য ব্যাখ্যা করলেন মনোবিদরা। জানালেন এর পিছনে রয়েছে মূলত ৫টি কারণ-


১) চোখের সামনে কিছু থাকলে ঠোঁটে ঠোঁট রেখে বা জিভের সঙ্গে জিভ মিশে গিয়ে সেই আবেগঘন পরিস্থিতিটা তৈরি হবে না। মনোনিবেশ করতে পারবেন না আপনি।


২) খুব সামনে থেকে কোনও কিছু দেখলে চোখের মণির উপর চাপ পড়ে। তাই আপনা থেকেই বুজে আসে চোখ।


৩) চোখ বুজে অনেক সময়ই প্রেমিকারা তাঁদের স্বপ্নের নায়ককে কল্পনা করেন। তাঁদের কাছে সেই প্রেমিক তখন ব্র্যাড পিট, টম ক্রুজ, ড্যানিয়েল ক্রেগ বা লিওনার্দো দি ক্যাপ্রিও।


৪) যৌনমিলনের সময় পুরুষরা চোখ বুজে চুমু খাওয়াটাই পছন্দ করেন।


৫) স্পর্শে শরীর সাড়া দেয় বেশি। আর চোখ বুজে আরও ভালোভাবে অনুভব করা যায় সেই স্পর্শ।