LifeStyle of Married Woman: শাঁখা-সিঁদুর-নোয়া মোটেই কুসংস্কার নয়, এসবের পিছনে রয়েছে গভীর তত্ত্ব...
LifeStyle of Married Woman: সময় এগিয়ে যায়, পুরনো প্রথা পুরনো হয়ে গিয়ে পিছনে পড়ে থাকে। অনেকেই সেসব পালন করতে কুণ্ঠা করেন। ভাবেন, সমাজে হয়তো তিনি একজন পিছিয়ে-পড়া মানুষ হিসেবে গণ্য হবেন। তবে সমাজের হালচাল নিয়ে, লোকাচার নিয়ে চর্চা করা মানুষজনের দাবি অন্যরকম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় এগিয়ে যায়, পুরনো প্রথা পুরনো হয়ে গিয়ে পিছনে পড়ে থাকে। অনেকেই সেসব পালন করতে কুণ্ঠা করেন। ভাবেন, সমাজে হয়তো তিনি একজন পিছিয়ে-পড়া মানুষ হিসেবে গণ্য হবেন। কিন্তু অনেক সময়েই দেখা যায়, পুরনো এই সব নিয়ম-কানুনের মধ্যে কোনও গভীর চিন্তার প্রকাশ আছে। তেমনই একটা প্রথা হল শাঁখা-সিঁদুর পরা। ইদানীং অনেক হিন্দু স্ত্রী শাঁখা-সিঁদুর পরতে লজ্জা পান। অনেক নব-পরিণীতাই শাঁখা-সিঁদুরকে নতুন দিনের আধুনিক সংস্কৃতির পরিপন্থী বলে মনে করেন। কেউ কেউ কুসংস্কার বলে উড়িয়ে দিতেও কুণ্ঠা বোধ করেন না। এরই মধ্যে এমন কয়েকজন থাকেন যাঁরা নিয়ম-রক্ষার জন্য শাঁখা-সিঁদুর ধারণ করেন। কেউ কেউ সিঁদুর ধারণ করেন বটে কিন্তু বিশেষ কেশ-বিন্যাসে তা আড়াল করে রাখেন। এমন ভাবে, যেন এটি দৃষ্টিগ্রাহ্য না হওয়াই বাঞ্ছনীয়।
আরও পড়ুন: Chocolate Day 2023: প্রেম উদযাপনের এই আতপ্ত সপ্তাহে আলাদা করে একটি চকোলেট ডে-ও কেন পালিত হয় জানেন?
তবে সমাজের হালচাল নিয়ে, লোকাচার নিয়ে চর্চা করা মানুষজনের দাবি, শাখা-সিঁদুর-নোয়া-পলা পরার রীতিনীতিকে বা এই হিন্দু-সংস্কারকে ঠিক কুসংস্কার বলা চলে না। তাঁরা বলেন, এই সব সংস্কারের পিছনে এক সূক্ষ্ম ও গভীর দর্শন লুকিয়ে আছে। যা অতি মহৎ ও উদার।
একজন নারীর শাঁখা-সিঁদুর ধারণ করার অর্থ সহজ কথায় তিনি একজন বিবাহিত মহিলা। অর্থাৎ তিনি সংসারজীবনে প্রবেশ করেছেন। কেউ কেউ বলে থাকেন, স্ত্রী তাঁর স্বামীর মঙ্গলকামনায় শাঁখা-সিঁদুর পরে থাকেন। কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। কারণ কোনো স্বামী তো তাঁর স্ত্রীর মঙ্গলকামনায় নিজেদের শরীরে বিশেষ কিছু ধারণ করেন না!মঙ্গল কামনার দায় স্ত্রীর একার হবে কেন?
আরও পড়ুন: Sankashti Chaturthi 2023: চলছে সংকষ্টী চতুর্থী, জেনে নিন বিরল এ তিথির বিশেষত্ব, পূজাবিধি, তাৎপর্য...
এখানেই শাস্ত্রকারদের বা লোকাচার বিশেষজ্ঞদের মন্তব্য বিশ্লেষণ করে শাঁখা-সিঁদুরের সমর্থকেরা বলছেন-- সংসারী মানুষ মাত্রেই সত্ত্ব রজো ও তমো এই তিনগুণের অধীন। সত্ত্ব উত্তম, রজো মধ্যম এবং তমো অধম গুণ। এই গুণগুলি একে অন্যের পরিপূরক। জ্ঞান-বুদ্ধি হল সত্ত্বগুণ, কর্ম রজোগুণ এবং অবিদ্যা বা অজ্ঞানতা তমোগুণকে নির্দেশ করে। সাদা বর্ণ দ্বারা সত্ত্ব গুণ, লাল বর্ণ দ্বারা রজো গুণ এবং কালো বর্ণ দ্বারা তমো গুণ প্রকাশ করা হয়ে থাকে।
মোট কথা, নারীর মধ্যেই প্রকৃতির তিন গুণ এই সত্ত্ব, রজো ও তমো সুন্দর রূপে ফুটে ওঠে। এই কারণেই নারীকে অনেকে প্রকৃতি বলে থাকেন। নারীরা রজোগুণকে আশ্রয় করেই কর্ম করেন বটে, তবে তাঁর মধ্যে তিনগুণই সময়ভেদে স্পষ্ট হয়ে ওঠে। আর এই সবটা বোঝাতেই তাঁরা যথাক্রমে সাদা, লাল ও কালো রংযুক্ত শাঁখা, পলা-সিঁদুর ও নোয়া পরে থাকেন।