ওয়েব ডেস্ক : সৃষ্টির আদি রহস্য লুকিয়ে যৌনতায়। যৌনতা এক অকৃত্রিম বাসনা। নারী-পুরুষ নির্বিশেষে জীবকুলের প্রত্যেকেই এই যৌন তাড়নায় তাড়িত হয়ে থাকে। মানুষও এই যৌন চাহিদার ব্যতিক্রম নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারী-পুরুষের যৌনতা নিয়ে সম্প্রতি সাউদাম্পটন ইউনিভার্সিটি একটি গবেষণা চালায়। গবেষণা রিপোর্টটি সমীক্ষা আকারে প্রকাশিত হয় ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ওপেনে। ৪,৮৩৯ জন পুরুষ ও ৬,৬৬৯ জন নারীকে নিয়ে চালানো হয় এই সমীক্ষা। যাদের প্রত্যেকেরই বয়স ১৬ থেকে ৭৪ বছরের মধ্যে।


সমীক্ষায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষায় বলা হচ্ছে, পুরুষ অপেক্ষা নারীরা-ই তাড়াতাড়ি যৌনতায় উত্সাহ হারিয়ে ফেলেন। দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। সম্পর্কের একবছরের মধ্যেই মহিলারা যৌনতায় উত্সাহ হারিয়ে ফেলেন বলে, উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। আরও বলা হয়েছে, সন্তান জন্মের পর উদাসীনতা আরও বেশি মাত্রায় আসে।


আরও পড়ুন, দিনে ২ কাপ গরম জল, আপনার শরীরে কাজ করবে ম্যাজিকের মত!