নিজস্ব প্রতিবেদন: করোনার দাপট বাড়তেই ঘরবন্দী সকলে। বাড়িতেই তৈরি করতে হয়েছে অফিস সেট আপ। যেহুতু বাড়ি থেকে বেরোনো নিষেধ তাই প্রতিটি অফিস ভেবে নিয়েছে কর্মচারীকে ২৪ টা ঘণ্টা পাওয়া যাবে। ছুটি তো দূরহস্ত। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে। বিয়ের নিয়ম কানুন পালন করার জন্য সময় পাচ্ছেন না বর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিয়ের মন্ডপে তখন পুরোহিত মন্ত্র পড়ছেন। কনে ছাদনা তলায় আসার জন্য অপেক্ষা করছেন। সেই সময় কনের ভাই বোনরা পৌঁছে গিয়েছেন কনের কাছে। তাঁকে নিয়ে বরের কাছে  আসবেন। কিন্তু, এত কিছুর মাঝে ছাদনা তলায় বসে বরের চোখ ল্যাপটপে। কাজে মগ্ন সে। বউয়ের মুখ দেখা বা বিয়ে করার মতো মুহূর্ত উপভোগ করার পরিবর্তে অফিসের কাজ করে যাচ্ছে বর। জানতে পেরে হেসে খুন কনে। অবাক আত্মীয়রা।