ওয়েব ডেস্ক : পেশায় নার্স, কিন্তু গ্ল্যামারে টেক্কা দেবেন যেকোনও 'মিস ইউনিভার্সকে'। তাঁর গ্ল্যামারে মাত তামাম বিশ্ব। সোশ্যাস ছবি পোস্ট করলেই ভাইরাল। ইতিমধ্যেই বিশ্বের 'হটেস্ট নার্স'-এর তকমা পেয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২৩ বছর বয়সী ক্যারিনা লিন। তাইওয়ানের মিন-শেং জেনারেল হাসপাতালের কর্মী তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা পিছনে ফেলে দিয়েছে অনেক সেলিব্রিটিকেও। ছবি শেয়ার করা মাত্র লাইকের বন্যা।



অবশ্য বোল্ড ফটোশুটের জন্য সমালোচনাও কুড়িয়েছেন। নিজেকে কিছুদিনের জন্য তখন গুটিয়ে নেন সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু, মায়ের 'অনুরোধে' বিকিনি ফটোশুটের ছবি শেয়ার করে ফের কামব্যাক করেন ইনস্টাগ্রামে।



আরও পড়ুন, ফাস্টফুডের এফেক্ট : কিশোরের দেহে স্তনবৃদ্ধি