ওয়েব ডেস্ক: রামায়ণের কুম্ভকর্ণের কথা মনে আছে নিশ্চয়ই? বিরাটাকার রাক্ষস। কিন্তপ সবসময় কাজের ছিলেন না। কারণ, তিনি তো ঘুমোতেন টানা ছমাস। তখন তাঁকে দরকার হলে, তাঁর ঘুম ভাঙাতেই কালঘাম ছুটে যেত সকলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পৃথিবীতে এক ধরনের পোকা রয়েছে, যাদের সম্পর্কে জানলে আপনি তাজ্জব বনে যাবেন। সিডকা নামের একপ্রকার পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমোয়! হ্যাঁ, একটানা ১৭ বছর! তারপর তারা মাটি থেকে বেরিয়ে এসে চিত্কার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়! বুঝুন, এটা কী জীবন? পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে। কিন্তু এমন জীবনচক্র কারও নেই।