ব্যুরো: রাত পোহালেই আন্তজার্তিক যোগ দিবস। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সফল করতে কোমর বেঁধে নেমেছে আয়ুশ মন্ত্রক। আগামিকাল রাজপথে সাইত্রিশ হাজার মানুষকে হাজির করিয়ে বিশ্ব রেকর্ড গড়াই  লক্ষ্য কেন্দ্রের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকঘণ্টা পরই প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের ক্ষণ। দিল্লিতে এখন যোগের দখল। রাজধানীতে মূল অনুষ্ঠানটি হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে রাজপথে। গেটের সামনে বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ। রাজপথের দুদিকে বসে গেছে হাজারখানেক বিশালাকায় স্ক্রিন। প্রস্তুতি হার মানাচ্ছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতিকেও।  


শেষমুহুর্তের প্রস্তুতি বার বার তদারক করছেন ক্যাবিনেট সচিব পি কে সিনহা। নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তব করতে গত একমাস ধরে  চেষ্টার ত্রুটি রাখেনি আয়ুষ মন্ত্রক। রবিবার সকালে রাজপথে অন্তত সাইত্রিশ হাজার মানুষ যোগা করবেন দাবি আয়ুষ মন্ত্রকের। ঘড়ির কাঁটায় ছটা চল্লিশে রাজপথে পৌছবেন খোদ প্রধানমন্ত্রী।বাবা রামদেব  সহ হাজির থাকবেন চারজন যোগা বিশেষজ্ঞ। যাঁরা অংশগ্রহণকারীদের যোগ করে দেখাবেন। পঞ্চাশটি দেশের প্রায় একশোজন অংশগ্রহণকারী রাজপথে যোগাসন করবেন। মোট ৩৫ মিনিটের সেসন। সকাল সাতটা থেকে সাতটা পঁয়ত্রিশ।


৫ মিনিটের হাতে ও পায়ের ব্যায়াম দিয়ে শুরু। তারপর ১৫ মিনিট সাধারণ কিছু যোগাসন, ৫ মিনিটের প্রানায়াম, ৫ মিনিটের ধ্যান এবং সবশেষে সঙ্কল্প।  প্রধানমন্ত্রীর পছন্দের প্রকল্প , তাই জোরদার প্রস্তুতি নিলেও যতক্ষণ না পর্যন্ত সবকিছু মিটছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না আয়ুশ মন্ত্রক।