ওয়েব ডেস্ক: ৯.৯ লাখ টাকার জাল নোট ব্যাঙ্কে জমা করতে গিয়ে ধরা পড়লেন হায়দরাবাদের এক যুবক। ২০০০ এবং ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে হায়দরাবাদ পুলিস। গ্রেফতার করা হয়েছে ইউসুফ শেখ নামের এক যুবককেও।  


মঙ্গলবার ইউসুফ শেখ নামের এই যুবককে এলাহাবাদ ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে জাল নোটের লেনদেন করতে দেখা যায় বলেই অভিযোগ। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ রাধিকা থিয়েটারের কাছে এলাহাবাদ ব্যাঙ্কের ব্রাঞ্চে আসেন ইউসুফ। এরপর ব্যাঙ্কের কেশিয়ারের কাছে একটি টাকার বাণ্ডিল তুলে দেন তিনি। সেখানে ২০০০ টাকার নোট ছিল ৪০০টি এবং ৫০০ টাকার নোট ছিল ৩৮০টি। প্রত্যেকটি নোটেই লেখা ছিল 'চিলড্রেন ব্যাঙ্ক অব ইন্ডিয়া'। প্রথমে বুঝতে না পারলেও ভাল করে টাকাগুলো দেখতেই গোটা বিষয়ে হতচকিত হন ব্যাঙ্কের কেশিয়ার। সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেন কেশিয়ার। ঘটনাস্থলে আসে পুলিস, গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।