নিজস্ব প্রতিবেদন:  শ্রীনগরের বাতামালোয় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান। জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার ও দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এসওজি, জম্মু কাশ্মীর পুলিস ও সিআরপিএফ জওয়ানরা। গোটা এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই।


 



জম্মু-কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ্য জানান,  জঙ্গিদের গুলিতে এক এসওজি  জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার ও দুই সিআরপিএফ জওয়ানও। গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। 


প্রসঙ্গত,  ৮ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় চার জঙ্গি। জঙ্গিদের গুলিতে আহত হন এক জওয়ান।