নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের প্রকৃত সীমান্ত রেখার কাছে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের। ৮ জন গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। বুধবার পুঞ্জ জেলার মেনধরে এই ঘটনাটি ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মেনধরে আইডি বিস্ফোরণের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনও এই ঘটনার দায় স্বীকার করেনি। জম্মু-কাশ্মীরের ৬ আসনের ভোটগ্রহণ কার্যত নিশ্চিন্তে হয়। কড়া নিরাপত্তায় ৫ দফায় ভোটগ্রহণ হয় উপত্যাকায়। আগামিকাল ফল বেরনোর আগেই জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠে জম্মু-কাশ্মীর।


আরও পড়ুন- ইভিএম এখন বিজেপির কাছে ‘ইলেকশন ভিকট্রি মেশিন’, অভিযোগ কংগ্রেসের


উল্লেখ্য, আজই জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি-সেনার ব্যাপক গুলির লড়াই চলে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কুলগামে জঙ্গি অভিযানে নামে সেনা। সূত্রে খব, জঙ্গিদের তরফ থেকেই প্রথমে হামলা চালানো হয়। জবাবে ২ জঙ্গি নিকেশ করা গিয়েছে বলে জানা যাচ্ছে।