ওয়েব ডেস্ক : বুধবার, ২৯ জুন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোগর দিতে চলেছে সরকার। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব পি কে সিনহা নেতৃত্বাধীন কমিটি অর্থমন্ত্রকের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন ৫০ লাখ সরকারি কর্মচারী সহ ৫৮ লাখ পেনশন হোল্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে সপ্তম পে কমিশনের সুপারিশগুলি:


১) সার্বিকভাবে ২৩.৫৫ শতাংশ বেতন, ভাতা পেনশন বৃদ্ধির সুপারিশ।


২) বেসিক পে-তে ১৪.২৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ, বিগত ৭০ বছরে যা সর্বনিম্ন।


৩) সপ্তম পে কমিশনের সুপারিশ লাগু হবে ২০১৬-র ১ জানুয়ারি থেকেই।


৪) সুপারিশ অনুযায়ী একজন কেন্দ্রীয় কর্মচারীর ন্যূনতম মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা। সর্বোচ্চ ২.২৫ লাখ।


৫) বার্যিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে।


৬) পেনশনে ২৪ শতাংশ বৃদ্ধি।


৭) ৫২টি ভাতা বন্ধের সুপারিশ কমিশনের। আরও ৩৬টি ভাতাকে অন্য ভাতার সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব।


৮) এই সুপারিশ কার্যকর হলে তার ফল পড়বে প্রতিরক্ষা কর্মী সহ ৪৭ লাখ সরকারি কর্মচারী ও ৫২ লাখ পেনশন হোল্ডারদের উপর।


৯) সেনাবাহিনীর সঙ্গেই সরকারি কর্মচারীদের জন্যও ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশনের প্রস্তাব।


১০) গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়ে ২০ লাখ থেকে ২০ লাখ।