নিজস্ব প্রতিবেদন : নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে নিহত হল ১২ মাওবাদী। ছত্তিশগড়ের বীজাপুরের পূজারি কাঁকের এলকার ঘটনা। তবে সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত মাওবাদীদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রিপোর্টে প্রকাশ, শুক্রবার ভোরে ছত্তিশগড় এবং তেলাঙ্গানা পুলিস একযোগে হামলা চালায় বীজাপুর এলাকায়। নিরাপত্তা রক্ষীদের দেখে সেখানে আচমকা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। নিরাপত্তা বাহিনী পালটা গুলি চালালে ঘটনাস্থলেই ঝাঁঝরা হয়ে যায় ১২ জন। যার মধ্যে মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা থাকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক পুলিস কর্মী আহত হয়েছেন বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপতালে।