ওয়েব ডেস্ক : মাত্র দশেই কন্যা সন্তানের জন্ম দিল এক কিশোরী। চণ্ডীগড়ের একটি সরকারি হাসপতালেই সন্তানের জন্ম দেয় বছর দশের ওই কিশোরী। তবে সন্তান জন্মের মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, গত দু’দিন আগে ওই কিশোরীকে হাসপতালে ভর্তি করা হয়। তারপর থেকেই ওই কিশোরীর স্বাস্থ্যের ওপর নজর রাখছিলেন চিকিতসকরা। প্রসঙ্গত, গত মাসেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, চণ্ডীগড়ের ওই অন্তস্বত্তা কিশোরীর গর্ভপাত করানো যাবে না। গর্ভপাতের জেরে ওই কিশোরীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আর তার জেরেই গর্ভপাতে নিষেধাজ্ঞা দেয় শীর্ষ আদালত।


রিপোর্টে প্রকাশ, সম্প্রতি পেটে ব্যথা অনুভব করায় হাসপতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। হাসপাতালে যাওয়ার পর চিকিত্সকরা জানান, বছর দশের ওই কিশোরী অন্তস্বত্তা। আর সেই কারণেই লাগাতার পেটে ব্যথা হচ্ছে তার। এরপরই জানা যায়, গত সাত মাস ধরে ওই কিশোরীকে নাকি লাগাতার ধর্ষণ করে তার মামা। বিষয়টি জানাজানি হতেই জোর জল্পনা শুরু হয়।