ওয়েব ডেস্ক : এবার সাংসদের বেতন ১০০ শতাংশ করার পরিকল্পনায় সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রীর দফতর। সেই সিদ্ধান্তে বলা হয়েছে সাংসদদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে তাদের বেসিক ন্যূনতম ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হবে। পাশাপাশি, সমস্ত ভাতার ক্ষেত্রেও বৃদ্ধি করা হবে হার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরো পড়ুন- এবার টাটা-ডোকোমো চুক্তি নিয়ে রতন টাটার সঙ্গে সাইরাস মিস্ত্রির বাকযুদ্ধ তুঙ্গে


গত কয়েক মাস ধরেই সাংসদদের বেতন বৃদ্ধির দাবি উঠেছিল। এব্যাপারে বিজেপি সাংসদ যোগী আদিত্মনাথের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়। তাদের দাবি অবশেষে পাঠানো হয় নরেন্দ্র মোদীর দফতরে। অবশেষে তাদের দাবি নিয়ে পর্যালচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।


শুধু সাংসদদেরই নয়, রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বৃদ্ধির বিষয় নিয়েও সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা শুরু হয়েছে।