ওয়েব ডেস্ক: এবার থেকে ১০০ টাকার নোট দেওয়া নেওয়া করার আগে ভালো করে দেখে নিন। আপনি যে নোটটি অন্য কারোর কাছ থেকে নিচ্ছেন, সেটি জাল নয়তো? কী করে বুঝবেন? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে ১০০ টাকার নোট গোটা সোশ্যাল মিডিয়া তোলাপাড় করেছে, সেটি ভালো করে দেখুন। 



 


যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া লেখা থাকে সেখানে লেখা রয়েছে চিলড্রেন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একশো টাকার নোটের ওপরে যেখানে নম্বর লেখা থাকে সেখানে হিন্দিতে লেখা 'একশো কুপন'। ঠিক তার তলায় যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া'র লোগো থাকে সেখানে ইংরাজিতে লেখা রয়েছে আরকে (RK)। আর টাকার মধ্যে যেখানে গভর্নরের সিগনেচার থাকে সেটিও জাল। এই নোটই এখন ঘুরে বেরাচ্ছে দেশের সর্বত্র। এই নোট থেকে সাবধান হন।