ওয়েব ডেস্ক: ঐতিহাসিক মুহূর্ত। নেতাজির জন্ম জয়ন্তীতে নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন ফাইল প্রকাশ করল কেন্দ্র। আজ ন্যাশনাল আর্কাইভে ফাইলগুলি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন ধরে ফাইলগুলি প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আসছিল নেতাজি পরিবারের সদস্যরা। কিন্তু, ফাইলগুলি থেকে ঠিক কী তথ্য সামনে আসবে  তা নিয়ে জল্পনা তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছর ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাইলগুলি প্রকাশ করার কথা ঘোষণা করেন। এরআগে, গতবছরই নেতাজী সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেছে রাজ্য।  আজ পর্দা উঠল কেন্দ্রের কাছে থাকা কিছু ফাইল থেকেও। এখন প্রশ্ন, সামনে আসবে কি নেতাজি মৃত্যু রহস্যের সূত্র? মিলবে কি নেতাজি সম্পর্কে বহু অজানা প্রশ্নের উত্তর?   


অনেক আগেই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। বললেন নেতাজি পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ সুগত বসু।


এখন বিভাজনের রাজনীতি চলছে। বিভাজনহীন-সহিষ্ণু ভারতের স্বপ্ন দেখতেন সুভাষচন্দ্র বোস। নেতাজি জন্মজয়ন্তীতে অসহিষ্ণুতার বার্তা অমর্ত্য সেনের। সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একক সংগ্রামী নেতাজি। বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।