নিজস্ব প্রতিবেদন : গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শিলং-এ শান্তি ফেরাতে ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠাল কেন্দ্র। গত বৃহস্পতিবার থেকে উত্তপ্ত মেঘালয়ের রাজধানী শিলং। শুক্রবার বিকেল থেকে সেখানে কার্ফু জারি রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শিলংয়ের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত ১০ কোম্পানির আধিসামরিক বাহিনী পাঠানো হয়েছে (এক কোম্পানিতে ১০০ জন জওয়ান থাকেন)।


স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি শিলং-এর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংখ্যালঘু কমিশনও। ইতিমধ্যেই কমিশনের তরফে এক প্রতিনিধিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিনিধি গোটা ঘটনার একটি পুর্নাঙ্গ রিপোর্ট তৈরি করে তা স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবেন বলেও জানিয়েছে কমিশন।