ওয়েব ডেস্ক : শিক্ষকই ধর্ষক। আর সেই অভিযোগে তাদের গ্রেফতার করল পুলিস। ১২জন নাবালিকাকে স্কুলেই ধর্ষণ করার অভিযোগে মহারাষ্ট্র পুলিস গ্রেফতার করল ১১জন শিক্ষাককে। নির্যাতিতারা সকলেই নিনাধি আশ্রম স্কুলের ছাত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চূড়ান্ত হল পণ্য পরিষেবা করের হার


জানা গেছে, ওই ছাত্রীরা এলাকার একটি আদিবাসী গ্রামের বাসিন্দা। স্কুলটিতে থেকেই পড়াশুনো করে তারা। অভিযোগ, দীপাবলির আগে বাড়ি ফেরার সময় ওই ১২ জনকে বারবার ধর্ষণ করে অভিযুক্তরা। এখানেই শেষ নয়, তাদের মধ্যে ৩ জন ছাত্রীকে এর আগেও ধর্ষণ করা হয়েছে। এর ফলে তারা গর্ভবতীও হয়ে পড়েছে।


পুলিস অভিযুক্তদের গতকাল রাতে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের সংখ্যা আরও বাড়তে পারে।