নিজস্ব প্রতিবেদন: গত ছ'মাসে সেনাবাহিনীর হাতে নিকেশ হয়েছে ৮০ জন জঙ্গি। তার পরও দক্ষিণ কাশ্মীরে ১১৫ জন জঙ্গি সক্রিয় রয়েছে বলে জানাল ভারতীয় সেনা। ভারতীয় সেনার মেজর জেনারেল বিএস রাজু জানিয়েছেন, এর মধ্যে ৯৯ জন স্থানীয় জঙ্গি, ১৬ জন পাকিস্তানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার রাতেই কাশ্মীরের সাম্বুরায় মৃত্যু হয়েছে জৈশ-ই-মহম্মদ জঙ্গি বদর। গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামা জেলার ওই বাড়িটিতে অভিযান চালায় সেনা। রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়ন ও স্পেশ্যাল অপারেশনস গ্রুপের অভিযানে ঝাঁঝরা হয়ে যায় ওই জঙ্গি। অভিযানে শহিদ হয়েছেন এক সেনাজওয়ানও। 


আরও পড়ুন - গুরু পরব: বালক গুরু নানকের প্রজ্ঞা দেখে চমকে গিয়েছিলেন শিক্ষকও


এর আগে গত অগাস্টে মুখ খুলেছিলেন মেজর জেনারেল বিএস রাজু। জানিয়েছিলেন, কাশ্মীরে বিদেশি (পড়ুন পাকিস্তানি) জঙ্গির থেকে স্থানীয় জঙ্গির সংখ্যা ঢের বেশি। সঙ্গে স্থানীয় যুবকদের চরমপস্থা থেকে দূরে থাকতে আহ্বান জানান তিনি। বলেন, সেজন্য যথাসম্ভব সাহায্য করা হবে তাঁদের।