ওয়েব ডেস্ক: জঙ্গি হানায় ফের রক্তাক্ত হল অসম। কোকরাঝাড়ের জনবহুল বালাজান বাজারে আচমকা গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেড বিস্ফোরণের পরেই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। এই ঘটনায় ১৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত ২০ জন। 


দেড় ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই চলে। নিহত হয় এক জঙ্গি। উদ্ধার হয়েছে একটি একে ফর্টি সেভেন রাইফেল। জঙ্গিরা সেনা পোশাকে অটোতে চড়ে এসেছিল। নিরাপত্তা রক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হলেও সেই দলে আরও তিন-চারজন ছিল বলে মনে করছেন গোয়েন্দারা। কোকরাঝাড়ের পুলিস সুপার জানিয়েছেন, নিহত জঙ্গি এনডিএফডি-সংবিজিত গোষ্ঠীর সদস্য।