গ্যাস সিলিন্ডার ফেটে ধ্বংসস্তূপে পরিণত দোতলা বাড়ি! মৃত অন্তত ১২, আহত ১৫
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, একটি নয়, একাধিক সিলিন্ডার ফেটেছে ওই বাড়িতে।
নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণে উড়ে গেল দোতলা বাড়ির একাংশ। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গোটা এলাকা। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার মহম্মদাবাদ এলাকার ওয়ালিদপুরে। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটেছে!
এএনআই সূত্রে খবর, সোমবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোতলা বাড়ির একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও উদ্ধারকারী দল। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, নিহত জাতীয়স্তরের ৪ হকি খেলোয়াড়
কী ভাবে গ্যাস সিলিন্ডারে এই বিস্ফোরণ হল, ওই বাড়িতে দুর্ঘটনার সময় ক’জন ছিলেন— সবটাই তদন্ত করে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, একটি নয়, একাধিক সিলিন্ডার ফেটেছে ওই বাড়িতে। ঘটনায় আহত ও নিহতদের সকলকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।