নিজস্ব প্রতিবেদন - কারচুপি? নাকি দায়িত্বজ্ঞানহীনতা? চাইনিজ মোবাইল সংস্থা ভিভোর ১৩৫৫৭ টি মোবাইল ফোন অ্যাকটিভ রয়েছে একই IMEI নম্বরে। মেরঠের এডিজি জোনে কর্তব্যরত এক পুলিশকর্মীর অভিযোগের সূত্র ধরে জানা যায়, ১৩৫৫৭  টি মোবাইলের একই  International Mobile Equipment Identity.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই পুলিশকর্মীর ভিভো মোবাইল ফোনটি খারাপ হয়ে গিয়েছিল। এরপর তিনি সেটি সার্ভিস সেন্টারে দিয়ে সারিয়ে নেন। কিন্তু ফোনটি আবার বিগরে যায়। এরপর তিনি মেরঠ জোন সর্ভিল্যানস টিমের কয়েকজনের সঙ্গে কথা বলেন। সেই টিমের সদস্যরা খুঁজে দেখেন ওই আই এম ই আই নম্বরে আরও অনেক মোবাইল ফোন রয়েছে। এরপর পুলিশের একটি দল তদন্তে নামে। মেরঠ পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট গত সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু করেছিল। এতদিনে তারা নিশ্চিত হয়েছে যে মোট ১৩ হাজারের বেশি ফোন এখনও পর্যন্ত অ্যাকটিভ রয়েছে। 


আরও পড়ুন- ভারতে এসে বেআইনি ব্যবসা শুরু করেছিল এক পাকিস্তানি, দিচ্ছিল কর ফাঁকি! গ্রেফতার


ভিভো মোবাইলের এক কর্তাকে নোটিশ পাঠিয়েছে মেরঠ পুলিশের সাইবার সেল। কিন্তু সেই আধিকারিকের জবাবে সাইবার সেলের অফিসাররা মোটেও সন্তুষ্ট নন। সেপ্টেম্বর মাসে পুলিশকর্মী আসারাম তৎকালীন এডিজির কাছেও এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। গত কয়েক মাস ধরেই এই ঘটনার তদন্ত করছে পুলিশ। মেরঠ পুলিশের তরফে জানানো হয়, সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের মোবাইল ব্যবহার করে অপরাধ প্রবণতা বাড়তে পারে।