নিজস্ব প্রতিবেদন: তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। মেত্তুপালায়ামে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে ৭ বছরের শিশুও রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক’দিনের তুমুল বৃষ্টিতে ওই রাজ্যের অধিকাংশ এলাকাই জলমগ্ন। এর মধ্যেই সোমবার সকালে মেত্তুপালায়ামে নাদুর কান্নাপ্পন এলাকার একটি পুরনো আবাসনের উঁচু দেওয়াল ধসে পড়ায় দেওয়াল সংলগ্ন তিনটি একেবারে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দেওয়ার চাপা পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ বছরের শিশুও রয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার মৃতদের পরিবার-পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।



আরও পড়ুন: কংগ্রেসে সভায় স্লোগান উঠল ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’, তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়


জানা গিয়েছে, ক’দিনের অবিরাম বৃষ্টিতে তামিলনাড়ুর বেশ কিছু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ শুরু করেছে। কুড্ডালুর জেলায় ইতিমধ্যেই প্রায় ৮০০ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।